লামাে উপজেলার সর্বস্তরের জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লামা সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সরকারী জরুরী টেলিফোন নম্বর (0361-71111) টিএনটি লাইনের সমস্যার কারনে সাময়িক ভাবে বন্ধ আছে । জরুরী ভিত্তিতে টেলিফোন লাইনটি সচলের জন্য টিএনটি অফিসারে সাথে যোগাযোগ করা হয়েছে খুব শ্রীঘ্রয় তা সচল করা হবে । যে কোন অনাকাঙ্খীত দূর্যোগ দূর্ঘটনা ও অগ্নিকান্ড সংঘটিত হলে জরুরী ভিত্তিতে লামা ফায়ার স্টেশনের জরুরী মোবাইল নম্বর (01793-183468) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস